পোশাকের রপ্তানি চালানে পাঁচফোড়ন সুগন্ধি চাল!

আজাদী প্রতিবেদন | রবিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৪০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ভাটিয়ারি মাদামবিবিরহাটের জাহানারা ট্রেডিং ৩ হাজার ২০৩ পিস টিশার্ট ও প্যান্ট রপ্তানির ঘোষণা দেয়। চালানটি রপ্তানির জন্য গত ৭ সেপ্টেম্বর নগরীর আগ্রাবাদ মোড়ের সিএন্ডএফ এজেন্ট এমআর এক্সপ্রেস লিমিটেড বিল অব এক্সপোর্ট দাখিল করে। যার নম্বরসি ১৪১৮৩৮৮। কিন্তু গতকাল পতেঙ্গার ওসিএল কন্টেনার ডিপোতে পণ্য চালানটির কায়িক পরীক্ষায় ১০ কেজি সুগন্ধি চাল, সাত প্যাকেটে এক হাজার ৪০০ গ্রাম সেমাই, ছয় প্যাকেটে ২৪০ গ্রাম গুঁড়া মসলা এবং ৩০০ গ্রাম পাঁচফোড়ন ও ঘোষণা বহির্ভূত ৬৯০ পিস অতিরিক্ত ট্রাউজার, লেডিস ব্রা, গাউন পাওয়া যায়। ওসিএল ডিপোতে দায়িত্বপ্রাপ্ত কাস্টমসের ডেপুটি কমিশনার নুরুল বশির বলেন, তৈরি পোশাকের একটি চালানে চাল পাওয়া যাওয়ায় শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। তবে পুরো চালানে শুধু ৯ম পৃষ্ঠার ১ম কলাম

১০ কেজি চিনিগুঁড়া সুগন্ধি চাল, এক হাজার ৪০০ গ্রাম সেমাই, ছয় প্যাকেটে ২৪০ গ্রাম গুঁড়া মসলা, ২৪০ গ্রাম গুঁড়া মসলা ও ৩০০ গ্রাম পাঁচফোড়ন পাওয়া যায়। চালানটি মাগাদাস্কার পাঠানো হচ্ছিল।

উল্লেখ্য, সম্প্রতি তৈরি পোশাক রপ্তানির আড়ালে অর্থ পাচারের বিষয়টি তদন্ত করছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তদন্তে বেশ কিছু চালানে অর্থ পাচারের প্রমাণ মিলেছে। সর্বশেষ ১০টি চালানে প্রায় ৩০০ কোটি টাকা পাচারের প্রমাণ পায় অধিদপ্তর।

পূর্ববর্তী নিবন্ধমরক্কোয় ভয়াবহ ভূমিকম্প নিহত হাজারের বেশি
পরবর্তী নিবন্ধস্কুল শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যু