মাত্র কয়েক দিন আগে নিজের জন্মদিনে দামি ব্যাগের কারণে শিরোনাম হয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। এবারও নজর কাড়লেন তিনি। সমপ্রতি প্রিয়াংকা একটি ফুটওয়্যার ব্র্যান্ডের প্রচারণায় নামেন। সেখানে তাকে ডিজাইনার ক্যারোলিনা হেরেরার পলকা-ডট কটন ড্রেসে দেখা যায়। ছবিতে দেখা যাচ্ছে, পিসির হাতে ফুলের তোড়া। সঙ্গে গোলাপি মিনি হ্যান্ডব্যাগ। কিন্তু প্রিয়াংকার এই পোশাকের দাম কতো জানেন? এর মূল্য এক হাজার ৬৯০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা এক লাখ ৪০ হাজার টাকার বেশি।