বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের বিজিএমইএ স্কুলবিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পোশাক শিল্পের শ্রমিক অধ্যুষিত এলাকায় ভালো পরিবেশে বিজিএমইএ স্কুল স্থানান্তরের পক্ষে মতামত দিয়েছেন সভায় অংশ নেওয়া বেশিরভাগ নেতৃবৃন্দ। একইসঙ্গে স্কুলের লেখা–পড়ার মান উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতায় আর বড় পরিসরে স্কুল সমপ্রসারণের অভিমত ব্যক্ত করেছেন তারা।
গত ১৮ সেপ্টেম্বর বিজিএমইএ’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ স্কুলবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আরশাদ উর রহমান। বক্তব্য রাখেন স্কুলবিষয়ক স্থায়ী কমিটির পরিচালক ইনচার্জ এনামুল আজিজ চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক মো. সাইফ উল্লাহ মনসুর, সাকিফ আহমেদ সালাম, প্রাক্তন পরিচালক মোহাম্মদ আতিক, কমিটির কো– চেয়ারম্যান মো. আবুল হোসাইন মোল্লা, মো. মঈনউদ্দিন নুর তারেক, সদস্য রিয়াজ ওয়ায়েজ, কাজী মো. শফিকুল ইসলাম (টিটু), শিব্বির আহমেদ, নুর ইসলাম উৎপল, রাশেদ ইউসুফ, মো. তসলিম আরিফ, মো. ইলিয়াস চৌধুরী, ফ্যাশন অব ওয়্যালস’র ব্যবস্থাপনা পরিচালক ওদুদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।