বাঁশখালীতে অগ্নিকাণ্ডে একটি পোল্ট্রি ফার্মের ২ হাজার মুরগি পুঁড়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পোল্ট্রি ফার্মের মালিক মো. মুবিন। গত শনিবার রাতে উপজেলার চাম্বল ইউনিয়নের জয়নগর পাড়ায় জনতা পোল্ট্রি ফার্মে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই সবকিছু পুঁড়ে ছাই হয়ে যায়। বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স ইনচার্জ মোহাম্মদ আজাদুল হক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাবাসীদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সম্প্রতি বাঁশখালীর বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. কামাল উদ্দিনসহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ প্রশাসনের পক্ষ থেকে জনগনকে অগ্নিকাণ্ডে সচেতনতার ভূমিকা রাখার আহ্বান জানান।