বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি আন্তর্জাতিক জেলা ৬৫ বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে–রোটারি পোলিও দিবসে র্যালি গতকাল শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র থেকে শুরু হয়ে লালখানবাজার, কাজীর দেউড়ি মোড় হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এসে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও রিপসা কোঅর্ডিনেটর রোটারিয়ান মোহাম্মদ আবু তৈয়ব। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রিপসা এসিস্ট্যান্ট কান্ট্রি কো–অর্ডিনেটর পিপি এস কে আজিম পিন্টু, রিপসা কোডিনেটর পিপি আজিজুল হক, পিপি আফতাব উদ্দিন সিদ্দিকী, পিপি মোহাম্মদ মনিরুজ্জামান, রিপসা ডেপুটি কোঅর্ডিনেটর পিপি মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, পিপি হাসিনা আক্তার লিপি, সিপি মোঃ ইব্রাহিম হাসান, সিপি মোঃ নজরুল ইসলাম নান্টু, রেজিস্ট্রেশন চেয়ার পিপি সুদীপ কুমার চন্দ। অনুষ্ঠানে শুরুতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। র্যালির শুরুতে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, পোলিও নির্মূলে রোটারি ক্লাব অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আশা করেন পোলিওর মত আর একটি জটিল রোগ নির্মূলের জন্য নতুন করে পদক্ষেপ গ্রহণ করবে। বিশ্বের মাত্র দুইটি দেশে পোলিও রোগী আছে।
আশা করছি ২০২৫ সালের মধ্যে বিশ্ব থেকে পোলিও নির্মূল করা সম্ভব হবে। অনুষ্ঠানে রোটারিয়ান পিপি এ এস কে আজিম পিন্টু পোলিও ফান্ড ৫০০ ডলার সমপরিমাণ অর্থের চেক হস্তান্তর করেন। তিনি আরো অর্থ অনুদান প্রদান করার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












