পোলান্ডের বক্সিংয়ে বাংলাদেশের জিন্নাতের সাফল্য

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:২৩ পূর্বাহ্ণ

পোল্যান্ডে গ্লিউইচে ১৯তম আন্তর্জাতিক সিলেসিয়ান নারী বক্সিং চ্যাম্পিয়নশিপে সাফল্য পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বক্সার জিন্নাত ফেরদৌস। ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে জিন্নাত সেমিফাইনালে উঠেই ব্রোঞ্জপদক নিশ্চিত করেছেন। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ১৭টি দেশ থেকে বঙাররা পোল্যান্ডের এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন। জিন্নাত ৫২ কেজি ওজন শ্রেণিতে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলা শুরু করেন। সেখানে প্রথম বাউট জিতলেও পরেরটিতে হেরে গেছেন। তৃতীয় রাউন্ডে হাঙ্গেরির কাটা প্যাপকে ৫০ তে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে জিন্নাত হেরে যান ইউক্রেনের দারিয়া ওলহা হুটারিনার কাছে। যদিও ব্রোঞ্জপদক আগেই নিশ্চিত হয়ে যায় তার।

যুক্তরাষ্ট্রেই বক্সিং শিখেছেন জিন্নাত এবং সেখানেই নিজেকে তৈরি করেছেন। তবে এই প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগী হিসেবে অংশ নেন তিনি। চীনের হাংঝু এশিয়ান গেমসেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু দেশের হয়ে প্রত্যাশা পূরণ করতে পারেননি। দ্বিতীয় রাউন্ডে মঙ্গোলিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে বিদায় নিতে হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ২৮ রানে হারালো অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধআর্জেন্টাইন কিপার মার্তিনেসের বিরুদ্ধে চড় মারার অভিযোগ