পোর্ট সিটি সিনিয়র ক্লাব এভারেস্ট বিজয়ী বাবর আলীকে সংবর্ধনা

| মঙ্গলবার , ২ জুলাই, ২০২৪ at ১১:২০ পূর্বাহ্ণ

পোর্ট সিটি সিনিয়র ক্লাব এভারেস্টজয়ী ডা. বাবর আলীকে সংবর্ধনা দিয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক। অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাইদুর রহমান চৌধুরী, মহানগর যুবলীগ সভাপতি মাহাবুবুল হক সুমন, সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ মোহাম্মদ তানসীর, সিনিয়র ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম, সাবেক ফুটবল খেলোয়াড় কামরুল আলম শামীম, কাউন্সিলর যথাক্রমে আতাউল্লাহ চৌধুরী, পুলক খাস্তগীর, আব্দুস সালাম মাসুম, ক্রীড়া সংগঠক কেশব ঘোষ, সুজিত সেন প্রমুখ। রুহুল আমিন তপনের সভাপতিত্বে ও পার্থ প্রতিম মহাজনের উপস্থাপনায় সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি ডা. বাবর আলী দর্শক শ্রোতাদের তার এভারেস্ট ও লোৎসে বিজয়ের অভিজ্ঞতা বর্ণনা করেন। অনুষ্ঠানের শুরুতে ডা. বাবর আলীর এভারেস্ট বিজয়সহ বিভিন্ন অভিযানের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বৃষ্টি বাধা উপেক্ষা করে অনুষ্ঠানস্থলে শিশু কিশোর মহিলাসহ দর্শক শ্রোতাদের ভিড় ছিল লক্ষণীয়।

প্রধান অতিথি সিটি মেয়র বলেন, ডা. বাবর আলী চট্টগ্রামের গৌরব। বাবর আলী বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গে দেশের লাল সবুজ পতাকা উড়িয়ে চট্টগ্রামবাসীর সম্মান অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। হাসিনা মহিউদ্দিন বলেন, তরুণ প্রজন্মকে আগামী দিনে ক্রীড়াসহ সর্বক্ষেত্রে স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে। মসিউর রহমান চৌধুরী বলেন, বাবর আলীর কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের তরুণ সমাজকে বিশ্বের দরবারে দেশের পতাকা ঊর্ধ্বে তুলে ধরতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘মোবাইল ও মাদকের প্রতি আসক্তি নিয়ে শিক্ষার্থীদের সচেতন হতে হবে’
পরবর্তী নিবন্ধডিপ্লোমা ইন অফথ্যালমোলজি কোর্সের ইনডাকশন প্রোগ্রাম