পোর্ট সিটি ভার্সিটির ৫৪ কোটি ৯০ লাখ টাকার বাজেট অনুমোদন

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৪৭ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তাহমিনা খাতুনের সভাপতিত্বে বোর্ড অব ট্রাস্টের বাজেট সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অর্থ কমিটি কর্তৃক প্রণীত বিশ্ববিদ্যালয়ের ২০২৪২৫ অর্থ বছরের ৫৪,৯০,৮০,০০০ টাকার বাজেট বিশেষ সিন্ডিকেট সভায় উপস্থাপন করেন কোষাধাক্ষ্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়।

শিক্ষার মান উন্নয়নের জন্য সভায় স্থায়ী ক্যম্পাস নির্মাণ, শিক্ষা ও গবেষণা খাতে সর্বোচ্চ মোট ২৯,৩৩,৫০,০০০ টাকা বরাদ্দ দেয়া হয়। এছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রথম ধাপের নির্মাণ কাজের অগ্রগতিতে উপস্থিত সকল সদস্য সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিতীয় ধাপের নির্মাণ কাজ শুরুর অনুমোদন দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য এ কে এম এনামুল হক শামীম এমপি, প্রকৌশলী আবুল হাসেম মিঞা, ইপ্সিতা আশরাফী হক, অধ্যাপক ড. এম. মজিবুর রহমান, অধ্যাপক ড. নিজামুল হক ভুইয়া, শামীম আরা হক, মোহাম্মদ আলী আজম স্বপন, ডা. জাহানারা আরজু, সাইফুজ্জামান শেখর, রফিক উল্লাহ, শাহীনা পারভীন, উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার, এহসানুল হক রিজন (পরিচালক, অর্থ), পর্যবেক্ষক সদস্য রোকসানা ইয়াসমিন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবদুল হেকিম, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি কৃষি
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে অভিযান, ১০ মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড