পোর্ট সিটি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ৪২ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিভাগে ৫ জন শিক্ষকের স্থায়ীকরণ,২ জন শিক্ষকের পদোন্নতি, ৯ জন শিক্ষককে চুক্তিভিত্তিক থেকে পূর্ণকালীন শিক্ষক করা হয় এবং ৫ জন শিক্ষকের শিক্ষা ছুটির অনুমোদন দেয়া হয়।
ফল ২০২৪ সেমিস্টারে মোট ৭৭ জন শিক্ষার্থীকে মেধাভিত্তিক ৪,৬৪,১৯৫, ফল ২০২৪ ট্রাইমেস্টারে মোট ৮৮ জন শিক্ষার্থীকে মেধাভিত্তিক ২,৩৯,২১০, স্প্রিং ২০২৫ ট্রাইমেস্টারে মোট ১৮ জন শিক্ষার্থীকে মেধাবী ও আর্থিক অস্বচ্ছলতার ভিত্তিতে ৭৪,১৪৬ টাকা এবং স্প্রিং ২০২৫ সেমিস্টারে মোট ৩২ জন শিক্ষার্থীকে মেধাবী ও আর্থিক অস্বচ্ছলতার ভিত্তিতে ১,৯৯,৭৯৪ টাকা মেধাবৃত্তি প্রদান সভায় অনুমোদন দেয়া হয়। এছাড়াও স্প্রিং ২০২৫ সেমিস্টারে মোট ৩৯২ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে ১,৫৮,৪১,৭৯৬ টাকা মেধাবৃত্তি প্রদান সভায় অনুমোদন দেয়া হয়। এছাড়া ৩৩তম ও ৩৪তম একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণীর অনুমোদন দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি জহির আহাম্মেদ, চেয়ারম্যান প্রফেসর ড. এম মজিবুর রহমান, সদস্য প্রফেসর ড. নিজামুল হক ভূইঁয়া, কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, যুগ্ম সচিব জহিরুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফসিউল আলম, ইংরেজি বিভাগের সভাপতি এ এস এম ইফতেখারুল আজম, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।