পোর্ট সিটি ভার্সিটির ২৫তম সিন্ডিকেট সভা

| বুধবার , ২৬ মে, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী ও পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ কে এম এনামুল হক শামীম এমপি। সভায় একাডেমিক কাউন্সিল কর্তৃক সুপারিশকৃত সকল প্রোগ্রামের স্প্রিং-২০২১ সেশনের চূড়ান্ত ফলাফল অনুমোদন এবং বিবিএ, এমবিএ, ফ্যাশন ডিজাইন, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিএসই, ইইই, ইংরেজি (অনার্স), ইংরেজি (মাস্টার্স), এলএলবি, এলএলএম, জার্নালিজম (অনার্স), জার্নালিজম (মাস্টার্স), এমসিএসই সহ বিভিন্ন প্রোগ্রামে মোট ৭৫৭ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদানের অনুমোদন দেয়া হয়। এছাড়াও সভায় পাঁচটি বিভাগের ১৩ জন শিক্ষকের পদোন্নতি, আটটি বিভাগের ১৫ জন শিক্ষকের চাকরি স্থায়ীকরণ, তিনটি বিভাগের নবনিযুক্ত ৪ জন শিক্ষকের নিয়োগ, ৩ জন শিক্ষকের শিক্ষা ছুটির মেয়াদ বৃদ্ধি, ৪ জন কর্মকর্তার চাকরি স্থায়ীকরণ ও ১ জন কর্মকর্তার ১ বছরের জন্য চাকরির চুক্তিভিক্তিক মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান জহির আহম্মদ, ট্রাস্টি বোর্ডের সদস্য তাহমিনা খাতুন, বিশ্ববিদ্যালয়েয়ে একাডেমিক এডভাইজার প্রফেসর ড. এম মজিবুর রহমান, ইউজিসি কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, ইইই বিভাগের সভাপতি দিপক কুমার চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি মো. মাহাফুজুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা
পরবর্তী নিবন্ধশুভ বুদ্ধ পূর্ণিমা আজ