পোর্ট সিটি ইউনিভার্সিটির ৩৩ তম বিশেষ বাজেট সিন্ডিকেট সভা উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় অনলাইনে যুক্ত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ কে এম এনামুল হক শামীম এমপি। সভায় ট্রেজারার প্রফেসর ড. গণেশ চন্দ্র রায় শিক্ষা, গবেষণা ও অবকাঠামো উন্নয়ন খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে ২০২৩–২০২৪ অর্থ বছরের জন্য সর্বমোট ৪১,৯৮,৭৫,০০০ টাকার বাজেট উপস্থাপন করেন। শিক্ষার মান উন্নয়নের জন্য সভায় শিক্ষা, গবেষণা ও অবকাঠামো উন্নয়ন খাতে সর্বোচ্চ মোট ২০,০৭,৭০,০০০ টাকা বরাদ্দ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আয়, রিজার্ভ ফান্ড ও ট্রাষ্টি বোর্ডের সদস্যদের অনুদানের অর্থ থেকে এই ব্যয় নির্বাহ করা হবে। সভায় উপস্থিত সকল সদস্য এ বাজেটকে যুগোপযোগী ও সুষম বাজেট হিসাবে আখ্যায়িত করে ট্রাস্টি বোর্ডের চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তাহমিনা খাতুন, ট্রাস্টি বোর্ডের সদস্য ও একাডেমিক অ্যাডভাইজার প্রফেসর ড. এম. মজিবুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য আলী আজম স্বপন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, এহসানূল হক রিজন (পরিচালক, অর্থ), সিন্ডিকেট সদস্য ও চবি প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, সিন্ডিকেট সদস্য ড. সৈয়দ ইমামুল হোসাইন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ,রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, প্রফেসর তৌফিকা আমরিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











