পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ৩৭তম সভা গত রোববার পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ কে এম এনামূল হক শামীমের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ৩৬তম ট্রাস্ট এবং ২৪তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ অনুমোদন দেয়া হয়। সভায় আগামী ১২-১৩ মার্চে অনুষ্ঠেয় আন্তর্জাতিক কনফারেন্সের প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয় এবং উক্ত কনফারেন্স সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য- তাহমিনা খাতুন, সাইফুজ্জামান শিখর এমপি, ইপ্সিতা আশরাফী হক, অধ্যাপক ড. এম. মজিবুর রহমান, অধ্যাপক ড. নিজামূল হক ভূঁইয়া, এহসানুল হক রিজন, সেলিম রেজা, মোহাম্মদ আলী আজম স্বপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, খান মোহাম্মদ আকতারউজ্জামান, উপাচার্য অধ্যাপক ড. মো. নুরল আনোয়ার, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন। উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন ও আত্মত্যাগকে তুলে ধরতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, শর্ট ফিল্ম, ফটোগ্রাফি, ক্রিয়েটিভ রাইটিং, ইনোভেটিভ ডিজাইনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











