পোর্ট সিটি ভার্সিটির বাজেট ট্রাস্ট সভায় অনুমোদন

| সোমবার , ২০ জুন, ২০২২ at ১১:৫১ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টের ৪৪ তম বাজেট সভা গত ১৭ জুন অনুষ্ঠিত হয়। সভায় পানি সম্পদ উপমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি এ কে এম এনামূল হক শামীম এমপি উপস্থিত ছিলেন।

অর্থ কমিটি কর্তৃক প্রণীত বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ অর্থ বছরের ৩৯ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকার বাজেট ৩০ তম সিন্ডিকেট সভার সূপারিশক্রমে সভায় উপস্থাপন করেন ট্রেজারার প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়। শিক্ষা ও গবেষণা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখাতে মোট ৮ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়ায় এ বাজেটকে সময়পোযোগী বাজেট হিসেবে আখ্যা দিয়ে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেন।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান জহির আহম্মদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাইফুজ্জামান শিখর এমপি, অধ্যাপক ড. এম. মজিবুর রহমান, অধ্যাপক ড. নিজামূল হক ভুঁইয়া, সেলিম রেজা, মোহাম্মদ আলী আজম স্বপন, এহসানুল হক রিজন, শামীম আরা হক, জাহানারা আরজু, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, খান মোহাম্মদ আকতারউজ্জামান, পর্যবেক্ষক সদস্য ড. রোকসানা ইয়াসমিন, উপাচার্য অধ্যাপক ড. মো. নুরল আনোয়ার, অধ্যাপক ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, অধ্যাপক ড. মো. ফসিউল আলম, রেজিস্ট্রার মো ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্দরকিল্লা ওয়ার্ডে ভিটামিন এ ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ৭০তম সভা