পুরকৌশল বিদ্যায় পেশাগত দক্ষতা বৃদ্ধির ও আধুনিক জরিপ পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রশিক্ষিত করতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগ এবং ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ছয়দিনব্যাপী ‘প্র্যাকটিক্যাল সার্ভেয়িং ক্যাম্পেইন স্প্রিং’ সম্পন্ন হয়েছে। এ আয়োজনে শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেছেন বিভাগীয় কো-অর্ডিনেটর প্রফেসর ড. সুদীপ কুমার পাল, বিভাগীয় সভাপতি সাজেদুর রহমান ও পুরকৌশল বিভাগের সকল শিক্ষক। গত ১৫ জানুয়ারি শুরু হওয়া এ জরিপ প্রশিক্ষণ কার্যক্রম ২০ জানুয়ারি শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।