পোর্ট সিটি ইউনিভার্সিটির নবনিযুক্ত শিক্ষকদের ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুরু হয়েছে। ব্যবসায় প্রশাসন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন, আইন, ন্যাচারাল সায়েন্স সহ বিভিন্ন বিভাগে নব নিযুক্ত ১৪ জন শিক্ষক এই কর্মশালায় অংশ গ্রহণ করেন। ফ্যাকাল্টি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার। তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ আবশ্যক। পাঠ্যক্রম তৈরীর ক্ষেত্রে এ প্রশিক্ষণ শিক্ষকদের জন্য উপকারী হবে বলেও মন্তব্য করেন তিনি। উপাচার্য শ্রেণীকক্ষে শিক্ষকদেরকে যুগোপযোগী ও গবেষণামূলক শিক্ষা দেয়ার জন্য আহবান জানান। এতে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফসিউল আলম। কর্মশালার সমন্বয়ক হিসেবে আছেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান।
উপস্থিত ছিলেন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, রেজিষ্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।