পোর্ট সিটি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ৬১তম সভা গত ৬ সেপ্টেম্বর চেয়ারম্যান প্রফেসর ড.এম মজিবুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ও একাডেমিক বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত ও সিদ্ধান্তসমূহ অনুমোদন দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জহির আহমেদ,বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার আবুল হাসেম মিয়া, নুরজাহান বেগম, অধ্যাপক ড. নিজামূল হক ভুঁইয়া, মোহাম্মদ আলী আজম স্বপন,খান মোহাম্মদ আক্তারুজ্জামান, উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার, ট্রেজারার প্রফেসর ড.গণেশ চন্দ্র রায় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












