পদ্মা সেতু ও কর্ণফুলী টানেল নির্মাণসহ বৃহৎ ১০টি প্রকল্পের কাজ এবং সরকারের নানা উন্নয়নমূখী কর্মকান্ড তুলে ধরতে পোর্ট সিটি ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের উদ্যোগে ও ২৯ ব্যাচের শিক্ষার্থীদের আংশগ্রহনে ‘মেগা প্রজেক্ট পোস্টার প্রদর্শনী’ র আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থীরা এই পোস্টার প্রদর্শনীতে আংশগ্রহন করেন। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র প্রভাষক প্রশান্ত কুমার শীল। সম্প্রতি বাংলাদেশ অ্যাফেয়ার্স কোর্সের অধীনে উক্ত পোস্টার প্রদর্শনীতে বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকান্ড ছাড়াও ভবিষ্যতে আর কি কি ধরনের প্রজেক্ট বাস্তবায়ন করা উচিত তা নিয়েও ব্যাপক আলোচনা করা হয়। এ ব্যাপারে প্রভাষক প্রশান্ত কুমার শীল বলেন, এই মাসটি আমাদের জন্য খুব গৌরবের। এ মাসেই ৪ টি মেগা প্রজেক্ট উদ্বোধন হতে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এটি শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা ও সৃজনশীল কাজে আরো উৎসাহিত করবে। প্রেস বিজ্ঞপ্তি।