পোর্ট সিটি ভার্সিটিতে মেকানিক্স অলিম্পিয়াড ও বুদ্ধিচর্চা বিষয়ক প্রতিযোগিতা

| রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৭:৫৯ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গতকাল শনিবার দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় মেকানিক্স অলিম্পিয়াড ও বুদ্ধিচর্চা বিষয়ক প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরল আনোয়ার।

 

চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভাগীয় প্রধান মো. জাহেদুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান চর্চা বাড়ানোর জন্য এই ধরনের প্রতিযোগিতার প্রয়োজন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সমন্বয়কারী প্রফেসর ড. সুদীপ কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন দোহাজারীকক্সবাজার রেলওয়ে প্রজেক্টের রেসিডেন্ট ট্র্যাক ইঞ্জিনিয়ার টিমোথি স্টুয়ার্ট সেলা।

এতে বিজয়ীদের মধ্যে সনদপত্র, মেডেল ও প্রাইজমানি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, বিভাগের প্রফেসর ড. মো. আবদুর রহমান ভুঁইয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসালমা আদিল ফাউন্ডেশনের এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক অনুদান সহায়তা
পরবর্তী নিবন্ধচবি চাঁদপুর জেলা স্টুডেন্টস এসো’র নবীন বরণ ও সংবর্ধনা