পোর্ট সিটি ভার্সিটিতে মাদকবিরোধী সেমিনার

| মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:৪৬ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটিতে মাদকের আগ্রাসন প্রতিরোধে তারুণ্যের উৎসব ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক মাদক বিরোধী সচেতনতামূলক সেমিনার গত রোববার বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ। বক্তারা বলেন,মাদক নির্মূলে পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। তারা বলেন, মাদকের বিরুদ্ধে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। সেইসঙ্গে, অভিভাবক ও শিক্ষকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।প্রধান অতিথি বলেন,আমাদের সমাজে নেতিবাচক ঘটনাগুলোর পেছনে মাদকাসক্তি প্রধান ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত রাখতে শুরু থেকেই আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছি। রাষ্ট্রীয়ভাবেও এই নীতি বাস্তবায়ন দরকার। মাদক নির্মূল করতে হলে চোরাকারবারীর বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। সেমিনারে মাদক সমস্যার কারণ, সামাজিক প্রভাব ও সমস্যা সমাধানে করণীয় নিয়ে উপস্থাপনা করেন অনুষ্ঠানের সভাপতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার। তিনি বলেন, মাদক ও সংঘবদ্ধ অপরাধ নিয়ে দেশে উল্লেখযোগ্য কোনো গবেষণা নেই বললেই চলে। পিসিআইইউর শিক্ষকশিক্ষার্থীদের এবিষয়ে গবেষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো গবেষণা প্রস্তাব পেলে সরকারিভাবেও হয়তো আমরা সহযোগিতা পাবো। এতে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর গণেশ চন্দ্র রায়, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান ও প্রক্টর মো. রাশেদ খান মিলন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাসের সঞ্চালনায় শিক্ষার্থীদের পক্ষে থেকে মতামত দেন রিফাতুন্নেসা সুরভী ও শাহরিয়ার ফাহমিদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞানমনস্ক জাতি গড়তে বিজ্ঞানচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
পরবর্তী নিবন্ধ‘সীতাকুণ্ডে সার সংকটের সম্ভাবনা নেই’