পোষাক খাতে বিদ্যমান প্রযুক্তি, সম্ভাবনা আর চ্যালেঞ্জের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে ওয়েবিনারের আয়োজন করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। গত শনিবার ‘বেসিক অন টেক্সটাইল ফেব্রিক’ শীর্ষক অনুষ্ঠিত ওয়েবিনারটিতে অংশ নেন বস্ত্র প্রকৌশল বিভাগের সকল শিক্ষক এবং দেড় শতাধিক শিক্ষার্থী। ওয়েবিনারে রিসোর্স পার্সন ও কি-নোট স্পিকার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফেব্রিক টেকনোলজি বিভাগের প্রধান মো. আশরাফুল হক চৌধুরী। তিনি তার বক্তব্যে টেক্সটাইল কারখানার ব্যবহৃত বিভিন্ন ফেব্রিকের শ্রেণিবিভাগ ও ব্যবহার তুলে ধরেন। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
ওয়েবিনারের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন এবং বস্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র প্রকৌশল বিভাগের সভাপতি শেখ শাহ আলম। প্রেস বিজ্ঞপ্তি।