বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের আগুন নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের ওপর ফায়ার সেফটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে পোর্ট সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ শাখার কর্মকর্তাবৃন্দ। গত ৪ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়।
তিনি বলেন, আমাদের বর্তমান সময়ে অগ্নি দুর্যোগ খুব গুরত্বপূর্ণ একটি বিষয় যা নিয়ে আমাদের সবারই সাধারণ জ্ঞান থাকা দরকার। আমরা কিছুদিন আগে সীতাকুন্ডের অগ্নি দুর্যোগের ভয়াভহতা কত বড় মাপের হতে পারে তা দেখেছি। তার কারণে এমন দুর্ঘটনা এড়াতে সতর্কতার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফসিউল আলম।
কর্মশালায় ফায়ার সেফটির নিয়মাবলী ও অগ্নি দুর্যোগের সময় করণীয় এবং ফায়ার সার্ভিস এর হেল্পলাইন নিয়ে বক্তব্য দেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস আগ্রাবাদ শাখার উপসহকারী পরিচালক নিউটন দাশ। এছাড়া অগ্নি দমন এবং উদ্ধার বিষয়ে বক্তব্য দেন ওয়ার হাউজ ইন্সপেক্টর ফকরউদ্দিন এবং সেকান্দার আলি। কর্মশালায় অংশগ্রহণ করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ইঞ্জিনিয়ার মফজল আহমদ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, ডেপুটি রেজিস্ট্রার মো. জাকির হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











