পোর্ট সিটি ভার্সিটিতে ন্যাচারাল সায়েন্স বিভাগের সেমিনার

| সোমবার , ১৬ জুন, ২০২৫ at ৮:৫৩ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির ন্যাচারাল সায়েন্স বিভাগের উদ্যোগে ‘স্টেপিং ইনটু সায়েন্স: আ জার্নি টুয়ার্ড বিকামিং আ রিসার্চার’ শিরোনামে এক সেমিনার গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিভাগীয় সভাপতি এস এম ওসমান গনির সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন চবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম আবে কাউসার। প্রধান অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ নিয়ে মুখ্য আলোচক বিস্তারিত আলোচনা করেন। তিনি শূন্য থেকে শুরু করে কীভাবে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হয় সে বিষয়ে তরুণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও বিশদ আলোচনা করেন। এছাড়া শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে সুসম্পর্ক বজায় রাখার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুলাল কৃষ্ণ দত্তের পরলোকগমন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও চেক বিতরণ