পোর্ট সিটি ভার্সিটিতে তারুণ্যের বৈশাখী উৎসব উদযাপন

| সোমবার , ৫ মে, ২০২৫ at ১১:২৮ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটিতে তারুণ্যের বৈশাখী উৎসব উদযাপন করা হয়েছে। গতকাল রোববার কালচারাল ফোরামের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। এ উপলক্ষে নানা রঙের ফুল ও বাহারি সাজে বিশ্ববিদ্যালয়কে বর্ণিল সাজে সাজিয়েছে শিক্ষার্থীরা। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বৈশাখী মেলা। মেলায় মেয়েদের সাজসামগ্রী, মেহেদিসহ আরো ছিল নানা রঙের পিঠা পুলির সমাহার । কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, প্রক্টরিয়াল বডি, চেয়ারম্যানবৃন্দ, এবং বিভিন্ন বিভাগের শিক্ষকশিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে খালখননের দাবিতে কৃষকদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধতৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার সালানা জলসা