পোর্ট সিটি ভার্সিটিতে ‘জুলাই জাগরণী’ শীর্ষক দেয়াল পত্রিকা উন্মোচন

| বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটিতে ‘জুলাই জাগরণী’ শীর্ষক দেয়াল পত্রিকা উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এর আগে জুলাই স্মরণে শিক্ষার্থীদের ২৪ এর রঙে গ্রাফিতি, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের চিত্রকর্ম ও রচনা নিয়ে এই দেয়াল পত্রিকা তৈরি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা হুমায়রা তাজরিনের তত্ত্বাবধানে এই আয়োজনে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. ফসিউল আলম, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং হেরিটেজ রোটারি ক্লাবের নিয়মিত সভা
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে নৌবাহিনীর ত্রাণ বিতরণ