পোর্ট সিটি ভার্সিটিতে গ্রাফিতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রদর্শনী

| রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটিতে ‘কী করেছে তোমার বাবা’ শিরোনামে ২৪ এর রঙে গ্রাফিতি, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। এছাড়াও সৃজনশীল রচনা প্রতিযোগিতা এবং দাবা, টেবিল টেনিস, ক্যারম ও লুডুসহ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ছিল। এসময় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতা শেষে জুলাই শহীদ ওয়াসিম আকরাম এবং শহীদ আবু সাইদ স্মরণে দুটি ভিডিও প্রদর্শনী করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর প্রকৌশলী ড. মফজল আহমদ, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান,পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন ও বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ, শিক্ষকশিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউঁচু জোয়ারে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত
পরবর্তী নিবন্ধদেশীয় ফল ঐতিহ্য ও সংস্কৃতিরও অংশ