পোর্ট সিটি ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের উদ্যোগে বর্তমান সময়ে আধুনিক পদ্ধতিতে ডাটা বিশ্লেষণ ও উচ্চতর গবেষণা শীর্ষক এক কর্মশালা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী। কর্মশালা পরিচালনা করেন চবি পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান ভুঁইয়া।ইংরেজি বিভাগের সভাপতি মু. রাশেদ খান মিলনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফসিউল আলম, বিভাগীয় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












