উচ্চ শিক্ষার মানোন্নয়ন ও র্যাংকিং অবস্থান উন্নয়নের উপর সেমিনারের আয়োজন করেছে পোর্ট সিটি ইউনিভার্সিটি। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে আয়োজিত ‘ইমপ্যাক্ট র্যাংকিং অফ হায়ার এডুকেশন ইন্সটিটিউশন’ বিষয়ক সেমিনারে উচ্চশিক্ষা বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা হয়। সেমিনারে কী- নোট স্পিকার ও প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নেয়ার যে স্বপ্ন দেখছি তা বাস্তবায়নে প্রয়োজন উন্নত মানের উচ্চ শিক্ষা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিশ্ববিদ্যালয় গুলোর মানোন্নয়নের মাধ্যমে বৈশ্বিক র্যাংকিং-এ ভাল অবস্থান অর্জনের চেষ্টা করছি যাতে আমাদের উন্নয়ন প্রক্রিয়া টেকসই ও যুগোপযোগী হয়। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে উচ্চশিক্ষার বিকল্প নেই। আমাদের শিক্ষক-ছাত্ররা নেতৃত্ব দেবেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে লড়বেন এই আমাদের দৃঢ় বিশ্বাস। এই লক্ষ্য বাস্তবায়নেই পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় কাজ করছে। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায় এবং বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফসিউল আলম।
রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় এতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন মোহাম্মদ ইউনুস, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।.