পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ন্যাচারাল সায়েন্স বিভাগ এবং ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে ‘টার্নিং ডেটা ইনটু ডিসিশনস উইথ এসপিএসএস’–শীর্ষক একটি প্রশিক্ষণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো: রোকনুজ্জামান আজাদ। কর্মশালায় তিনি এসপিএসএস সফটওয়্যারের মাধ্যমে ডেটা বিশ্লেষণ করার পদ্ধতি এবং বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর বিভিন্ন কৌশল তুলে ধরেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের হাতে–কলমে ডেটা বিশ্লেষণের অনুশীলন করানো হয়।
প্রশিক্ষণের মূল পর্বে অংশগ্রহণকারীরা বাস্তব তথ্যের উপর হাতে–কলমে বিশ্লেষণমূলক অনুশীলন করেন। পরবর্তী পর্বে অংশগ্রহণকারীদের নিয়ে এসপিএসএস– ভিত্তিক একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা প্রতিযোগিতায় তাদের অর্জিত জ্ঞানের প্রয়োগমূলক দক্ষতা প্রদর্শন করেন। কর্মশালার সমাপনীতে শ্রেষ্ঠ তিনজন অংশগ্রহণকারীকে পুরষ্কৃত এবং সকল অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড: মোহাম্মদ আলী চৌধুরী। তিনি বলেন, এই ধরনের কর্মশালা শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তাভাবনা ও বিশ্লেষণধর্মী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড: গণেশ চন্দ্র রায় এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড: ইঞ্জিনিয়ার মফজল আহমেদ।
কর্মশালার সভাপতিত্ব করেন ন্যাচারাল সায়েন্স বিভাগের সভাপতি এস. এম. ওসমান গণি। প্রোগ্রাম ম্যানেজমেন্ট ও অর্গানাইজিং কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন পরিসংখ্যান বিভাগের সিনিয়র লেকচারার মো. আশরাফুল ইসলাম সুমন। আয়োজক কমিটির অন্যান্য সদস্য ছিলেন পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. শাহ নেওয়াজ হোসাইন এবং মোহাম্মদ শওকত হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণিত বিভাগের প্রভাষক ফারজানা হক। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষণায় আগ্রহী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












