পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত বরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার ইংরেজি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ফাল্গুন মাসের প্রথম দিনে বাংলা ঋতু বসন্তকে বরণ করে নিতে প্রতিবারই আয়োজন করা হয় অনুষ্ঠানের। নানা রঙের ফুল ও বাহারি সাজে প্রতিবারের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়কে বর্ণিল সাজ দিয়েছে শিক্ষার্থীরা। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডীন, প্রক্টর, চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।