পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

| রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের উদো্যগে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ‘বাংলাদেশে সুশাসন নিশ্চিতকরণে প্রশাসনিক পদক্ষেপের বিচারিক পর্যালোচনা’ বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের জজ ড. আজিজ আহমেদ ভুইয়া। বিভাগীয় সভাপতি জিয়াউল করিম জিয়ার সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উপদেষ্টা এবং বোর্ড অব ট্রাস্টির সদস্য প্রফেসর ড. এম মজিবুর রহমান, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন (অ্যাডজাঙ্কট) অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. আবুল হাসনাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধলালখান বাজার ওয়ার্ড আ.লীগের কার্যনিবার্হী কমিটির মতবিনিময়