পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল

| মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:৪১ পূর্বাহ্ণ

পানি সম্পদ উপমন্ত্রী এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভাসিটির প্রতিষ্ঠাতা এ কে এম এনামুল হক শামীমের মাতা এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য বেগম আশ্রাফুন্নেছার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে বেগম আশ্রাফুন্নেছার আত্মার মাগফেরাত কামনা, বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতির সুখসমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার, কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, বিভিন্ন বিভাগের সভাপতি, বিভিন্ন ফোরামের কোঅর্ডিনেটরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাকর্মচারীবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন ডিজেল কলোনি মসজিদের ইমাম ও খতিব মাওলানা এবিএম আমিনুর রশিদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে এক সপ্তাহে চুরি হওয়া ২১ মোবাইল ফোন উদ্ধার
পরবর্তী নিবন্ধপটিয়ায় ৩৬ মোটরসাইকেল জব্দ, ১৪টি মামলা