পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:০৮ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গতকাল ২৬ ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরল আনোয়ার। ক্রিকেট, দাবা, টেবিল টেনিস, ক্যারম, লুডু, দৌড়, ব্যাডমিন্টন ও পিলো পাসিংসহ মোট আটটি ইভেন্টে শতাধিক প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া শিক্ষকশিক্ষার্থীকর্মকর্তাকর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার বলেন, মেধা বিকাশের জন্য যেমন আধুনিক শিক্ষার প্রয়োজন তেমনি শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন ক্রীড়া। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সামগ্রিক বিকাশের জন্য পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বছরব্যাপী যে কর্মযজ্ঞ পরিচালনা করে, এই প্রতিযোগিতা তারই অংশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মফজল আহমদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফসিউল আলম, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ, প্রক্টর, বিভিন্ন ফোরামের সমন্বয়কবৃন্দ সহ শিক্ষকশিক্ষিকা ও কর্মকর্তাকর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন স্পোর্টস ফোরামের কোঅর্ডিনেটর ও ন্যাচারাল সাইন্স বিভাগের সিনিয়র প্রভাষক ইকবাল হোসেন।

পূর্ববর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগে উল্লাসের জয়
পরবর্তী নিবন্ধফতেয়াবাদ আলী আজগর চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন