পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তঃবিশ্বাবিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার। এবারের প্রতিযোগীতায় বিশ্ববিদ্যালয়ের ৯ টি বিভাগের শিক্ষার্থীরা মোট ৬টি ইভেন্টে অংশ নিচ্ছে। গত রোববার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার বলেন, শিক্ষার্থীদের দেশ ও জনগণের প্রতি দায়িত্ববোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে এ বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক ও ক্রীড়ামনস্ক মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ফোরামের সমন্বয়ক ন্যাচারাল সাইন্স বিভাগের সিনিয়র প্রভাষক মো. ইকবাল হোসেন। এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করছে। আউটডোর গেমসের পাশাপাশি ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা, লুডু, কেরামসহ বেশ কয়েকটি ইনডোর ইভেন্টও থাকছে এবারের আয়োজনে। ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ট্রফি, জার্সি এবং ক্রেস্ট প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও এডমিনিস্টেটিভ এডভাইজর এবং ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. এম মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফসিউল আলম, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক–শিক্ষার্থী এবং কর্মকর্তা–কর্মচারীবৃন্দ ।