পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ

| রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ফল-২০২২ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার।
অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আবু বকর সিদ্দিক বলেন, মাননীয় পানিসম্পদ উপমন্ত্রী ও এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ কে এম এনামুল হক শামীম এমপি বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। উচ্চশিক্ষায় যুগোপযোগী শিক্ষা দেওয়ার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় আস্থার প্রতীকে পরিণত হবে। কার্যকরী প্রচেষ্টার মাধ্যমে মানসম্মত শিক্ষার কার্যক্রম বজায় রাখবে এই বিশ্ববিদ্যালয়। বিশ্বজুড়ে অর্থনৈতিক ও উৎপাদন খাতে যে রূপান্তর চলমান তা মোকাবিলা করার জন্য নতুন শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এডভাইজার ও বোর্ড আব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মজিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশ্বদ্যিালয় ল্যাব, লাইব্রেরি, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সেমিনার, কর্মশালা, মাঠ কার্মকাণ্ডসহ নানামুখী সুবিধা দিয়ে থাকে। নতুন শিক্ষার্থীদের উচিত এই সব সুবিধাসমূহ কাজে লাগানো।
সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার বলেন, আমাদের আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশকে নেতৃত্ব দিবে। তরুণদের উদ্যম আর উদ্ভাবনী শক্তি গড়বে আগামীর উন্নত বাংলাদেশ। এজন্য পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মানসম্মত শিক্ষার মাধ্যমে জনসম্পদকে জনশক্তিতে রূপান্তরে কাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পুনাম মুৎসুদ্দি এবং সৌরভ অধিকারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৮২ জন মেধাবী শিক্ষার্থীকে রত্নগর্ভা বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়। এ সময় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আলী আজম স্বপন, এহসানুল হক রিজন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ইঞ্জিনিয়ার মফজল আহমদ, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফসিউল আলম, বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটরবৃন্দ, পানিসম্পদ মন্ত্রানলয়ের উপসচিব মো. কামরুল আহাসান তালুকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইন্দিরা গান্ধী হওয়ার চেষ্টায় ফাতিমা সানা শেখ
পরবর্তী নিবন্ধকুবের হচ্ছেন মিশু ‘কপিলা’ মাহি