পোর্ট সিটি ইউনিভার্সিটিতে বিএনকিউএফ বিষয়ক কর্মশালা

| শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও পোর্ট সিটি ইউনিভার্সিটির আইকিউএসির যৌথ উদ্যোগে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) বিষয়ক একটি মোটিভেশনাল ওয়ার্কশপ গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিএনকিউএফের লক্ষ্য, কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড.মেসবাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. এম. মজিবুর রহমান, উপাচার্য প্রফেসর ড. মো. নুরল আনোয়ার।

প্রধান অতিথি তার বক্তব্যে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, পাঠ্যক্রমের আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের যোগাযোগ, বিশ্লেষণমূলক ও সমস্যা সমাধান দক্ষতা বিকাশের প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বীকৃত বিএনকিউএফ বাস্তবায়ন উচ্চশিক্ষাকে দক্ষতাভিত্তিক ও সময়োপযোগী করতে ভূমিকা রাখবে। এক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও প্রশাসনের যৌথ ও আন্তরিক উদ্যোগ অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

কর্মশালায় মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক মোহাম্মদ তাজিব উদ্দিন। তিনি বিএনকিউএফের স্তরসমূহ, মানদণ্ড, শিক্ষণফল নিরূপণ এবং বাস্তবায়ন কৌশল পর্যায়ক্রমে ব্যাখ্যা করেন। স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরল আনোয়ার। তিনি বলেন, শিক্ষার মান ও সক্ষমতা বৃদ্ধি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই ধরনের ওয়ার্কশপ শিক্ষকদের পেশাগত উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউইএসির পরিচালক প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়। সার্বিক তত্ত্বাবধান করেন আইকিউইএসির অতিরিক্ত পরিচালক ড. সৈয়দ এনায়েত করিম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকসহ ৫০ জন অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমতভেদ ভুলে দলকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই
পরবর্তী নিবন্ধজুলাই সনদের আইনি স্বীকৃতি না দিলে দেশ পুরানো কাঠামোতে ফিরে যাবে