পোর্ট সিটি ইউনিভার্সিটিতে রোভার স্কাউটের প্রথম তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২ দিনব্যাপী এই অনুষ্ঠানের শুরু হয় গত বুধবার। বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের তত্ত্বাবধানে এই আয়োজনের ১ম দিন বান্দরবানে হাইকিং, বনকলা প্রকৃতি পর্যবেক্ষণ এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হতে শুরু হয় এই যাত্রার। এসময় প্রায় ১১ কিলোমিটার হাইকিং করেন শিক্ষার্থীরা। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরে প্রথম তাবুবাস করেন রোভার স্কাউট গ্রুপ।
দ্বিতীয় দিনের আয়োজনে নবীন রোভার স্কাউটদের দীক্ষা প্রদান করা হয়। এসময় মোট ২৪ জনকে দীক্ষা প্রদান এবং দীক্ষা শেষে সার্টিফিকেট প্রদান করা হয়।
এতে অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার। বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, ন্যাচারাল সায়েন্স বিভাগের সভাপতি ও রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক এস. এম. ওসমান গনিসহ আরএসএল সামিয়া ইসলাম। উপস্থিত ছিলেন স্কাউট চট্টগ্রাম জেলা রোভারের সহযোগী সদস্য এ. ইউ. এম. এমরান চৌধুরী, জেলা রোভার স্কাউট লিডার এস. এম. হাবিবউল্লাহ হিরু, মো. খালেদুর রহমা, অধ্যক্ষ মো. জসিম উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।