পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো: নূরল আনোয়ার। ০৮ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ফ্যাকাল্টি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম–২৭ এ ব্যবসায় প্রশাসন, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, টেঙটাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ন্যাচারাল সায়েন্স সহ বিভিন্ন বিভাগে নব নিযুক্ত মোট ৪০ (চল্লিশ) জন শিক্ষক এই কর্মশালায় অংশগ্রহণ করছেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. এম. মজিবুর রহমান। এসময় তিনি নবাগতদের উদ্দেশ্যে বলেন– “শিক্ষকদের মধ্যে নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকতে হবে। কেননা তাঁরা শিক্ষার্থীদের কাছে অনুসরণীয়।”
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো: নূরল আনোয়ার বলেন– “যাঁরা শিক্ষকতা পেশায় আসবেন, মনে–প্রাণে আসতে হবে। কেননা আপনার উৎপাদন দেশ ও জাতির কল্যাণে কাজে আসবে।” এসময় কর্মশালায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, কলা, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী ও রেজিস্ট্রার মোঃ ওবায়দুর রহমানসহ প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং নবাগত শিক্ষক–শিক্ষিকাবৃন্দ। কর্মশালার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মুসা। প্রেস বিজ্ঞপ্তি।