পোর্ট সিটি ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে ভবিষ্যৎ আইনজীবী ও বিচারকদের জন্য প্রয়োজনীয় দক্ষতা শীর্ষক এক সেমিনার গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন মানবিক, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী। প্রধান বক্তা তাঁঁঁর বক্তব্যে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নানা কৌশল তুলে ধরেন। এছাড়া একজন আইন বিভাগের শিক্ষার্থী কীভাবে অ্যাডভোকেট এবং বিচারক হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে, তা তিনি নিখুঁতভাবে তুলে ধরেন। এসময় আইন বিভাগের সভাপতিসহ বিভাগের সকল শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।