চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত পাহাড়তলী টেক্সটাইল এন্ড হোসিয়ারি মিলস লিমিটেড কারখানা পরিদর্শন করেছেন। গত ১৪ নভেম্বর পরিদর্শনের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ। উপস্থিত ছিলেন বিভাগীয় সভাপতি জুবায়ের বিন সাঈদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা সুতা প্রস্তুতকরণের বিভিন্ন ধাপ যেমন : ব্লোরুম, কার্ডিং কম্বিং, সিমপ্লেক্স রিং ফ্্েরম ইত্যাদি কারখানা কর্তৃপক্ষের নির্দেশনায় অবলোকন করেন ও সবশেষে ল্যাবরেটরির বিভিন্ন টেস্টিং মেশিনের কার্যবিধি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান লাভ করেন। পরিদর্শন শেষে কারখানার কনফারেন্স রুমে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রতিষ্ঠানটির সিইও মাহবুবুল আলম। এসময় তারা শিক্ষার্থীদের ইস্পাহানি গ্রুপের ইতিহাস ও কারখানা সম্পর্কে বিভিন্ন তথ্য জানান ও কারখানা পরিদর্শনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ প্রসঙ্গে মাহবুবুল আলম বলেন, টেক্সটাইল শিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একত্রে হাতে হাত রেখে কাজ করতে হবে। এছাড়া তিনি পোর্ট সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস প্রদান করেন। পরিদর্শন শেষে প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন পাহাড়তলী টেক্সটাইল এর এইচআর ডিজিএম শওকত সাদেক ও প্রোডাকশন জেনারেল ম্যানেজার আব্দুল মালেক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।