পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইনের শিক্ষার্থীদের পেশা–প্রস্তুত হিসেবে গড়ে তোলার উদ্ভাবনী প্রকল্প শীর্ষক সেমিনারে প্রধান বক্তা ছিলেন ইন্ডিয়ান ল ইন্সটিটিউটের সিনিয়র অধ্যাপক ড. এস শিবকুমার। তিনি আইনী শিক্ষার অগ্রগতি নিয়ে আলোচনা করেন। আইন বিভাগের শিক্ষার্থীদের পেশাদারি প্রস্তুতি বাড়ানোই ছিল সেমিনারের মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর সহযোগিতায় গতকাল রোববার পিসিআইইউ হলরুমে সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান, অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া।
এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি মো. জিয়াউল করিম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।