পোর্ট সিটি ইউনিভার্সিটিতে কম্পিউটার প্রযুক্তি বিষয়ক ওয়েবিনার

| বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের আধুনিক ও উন্নতমানের অ্যাপ নির্মাণে যুগান্তকারী ফ্রেমওয়ার্ক ‘রিয়েক্ট জেএস’ এর ব্যবহারিক দিকের সাথে পরিচয় গড়ে দিতে ইন্ট্রোডাকশন টু রিয়েক্ট. জেএস শীর্ষক ওয়েবিনারের আয়োজন করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রযুক্তি ও প্রকৌশল বিভাগের শিক্ষকদের নেতৃত্বে গত ২৯ মার্চ অনলাইন প্লাটফর্ম জুমে ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে রিসোর্স পার্সন ছিলেন সফট ভিশন লিমিটেডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফয়সাল ইসলাম। রিয়েক্ট জেএসের নানাবিধ তাত্ত্বিক এবং ব্যবহারিক দিক নিয়ে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। ওয়েবিনারে অংশ নেন কম্পিউটার প্রযুক্তি ও প্রকৌশল বিভাগের শিক্ষকবৃন্দ এবং দুশতাধিক শিক্ষার্থী। ওয়েবিনারের উদ্বোধন এবং সভাপতিত ্বকরেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রযুক্তি ও প্রকৌশল বিভাগের সভাপতি সৌমিত্র দাস। ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ এবং বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম। ওয়েবিনারের শেষে কীনোট স্পিকারকে ভার্চুয়াল সার্টিফিকেট প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রযুক্তি ও প্রকৌশল বিভাগের সভাপতি সৌমিত্র দাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্প ও ট্রাফিক পুলিশকে মাস্ক দিল মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধএকটি মহল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টায় লিপ্ত