পোর্ট সিটি ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান কাল

| শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল ২০২২ ট্রাইমেস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান আগামীকাল শনিবার বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার।
বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরের মধ্যে সকল প্রতিষ্ঠানের নামফলক বাংলা করার দাবি
পরবর্তী নিবন্ধসামাজিক সমস্যা তুলে ধরার ক্ষেত্রে সমাজবিজ্ঞানই মুখ্য ভূমিকা পালন করছে