পোর্ট সিটি ইউনিভার্সিটিতে নানা আয়োজন

পদ্মা সেতুর উদ্বোধন

| শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দ সারা দেশের মতো আলোড়িত করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারকেও। নানা বাধা আর সংশয়কে জয় করে পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কমিটি, সিন্ডিকেট এবং ট্রাস্ট সভা।

পদ্মা সেতু কীভাবে বাস্তবায়িত হলো এবং এ সেতু বাংলাদেশের অর্থনীতিতে কী বিপ্লব আনছে সে বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়তে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্বে সেমিনার, সিম্পোজিয়াম এবং পোস্টার প্রেজেন্টেশন আয়োজিত হতে যাচ্ছে।

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সেতু বাস্তবায়নে কাজ করা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। এভাবেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা বিশ্ববিদ্যালয় পরিবারের। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধ‘দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থসামাজিক অবস্থা বদলে দেবে পদ্মা সেতু’
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি ইইই বিভাগের প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী