পোর্ট সিটি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| বুধবার , ১৮ মে, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

 

উচ্চশিক্ষার স্বপ্নপূরণের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার কর্মসূচির উদ্ধোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফসিউল আলম, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, প্রক্টর এস এম ওসমান গণি প্রমুখ। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম থেকেই আমরা মেধাবী শিক্ষক নিয়োগ, আধুনিক সিলেবাস অনুসরণ, আধুনিক ল্যাব এবং লাইব্রেরি প্রতিষ্ঠার দিকে জোর দিয়েছি। শিক্ষার আধুনিকায়ন এবং মান নিশ্চিতকরণে কঠোর নজরদারির কারণে এ ইউনিভার্সিটি মাত্র ৯ বছরেই অনেক বেশি টেকসই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে আমরা এ আশাই করি। উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই পোর্ট সিটি ইউনিভার্সিটি শিক্ষা ও গবেষণা খাতে উন্নয়নে ভূমিকা রেখে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর হালিশহরে মমতার আরবান প্রকল্পের জরিপ কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাস্তা ও ফুটপাতে মালামাল রেখে জনদুর্ভোগ