পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এ কে এম এনামুল হক শামীম এমপির মাতা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য বেগম আশ্রাফুন্নেছার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল রোববার এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বেগম আশ্রাফুন্নেছার রুহের মাগফেরাত কামনা, বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতির সুখ, শান্তি চেয়ে মোনাজাত করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফসিউল আলম, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন প্রমুখ। মাহফিল পরিচালনা করেন মাওলানা এবিএম আমিনুর রশিদ। প্রেস বিজ্ঞপ্তি।












