পোর্ট সিটি ইউনিভার্সিটিতে মাস্টার্সের ওরিয়েন্টেশন

| রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১২:২৩ অপরাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) মাস্টার্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে অনলাইন প্লাাটফর্ম জুমে ফল-২০২১ সেমিস্টারে শুরু হতে যাওয়া এই ব্যাচের ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নুরল আনোয়ার বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশকে নেতৃত্ব দিবে। তরুণদের উদ্যম আর উদ্ভাবনী শক্তি গড়বে আগামীর উন্নত বাংলাদেশ। এজন্য পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মানসম্মত শিক্ষার মাধ্যমে জনসম্পদকে জনশক্তিতে রূপান্তরে কাজ করছে। এসময় তিনি নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের শিক্ষা ও কর্মজীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।
ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মাহফুজুর রহমানের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. ফসিউল আলম, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন জনাব মোহাম্মদ ইউনুস, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. সেলিম হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিভাগের সভাপতিবৃন্দের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলোকিত জীবন গঠনে গুণীদের আদর্শ অনুসরণ অপরিহার্য
পরবর্তী নিবন্ধচবি শিক্ষার্থী শহীদ বকুলের স্মরণ সভায় খুনিদের গ্রেপ্তার দাবি