‘সুস্থ’ থাকতে হলে ব্যায়াম ও শরীর চর্চার বিকল্প নেই’– এই প্রতিপাদ্যে পোর্ট রানার্স ফিটনেস ফর হেলথের উদ্যোগে ব্যাপক উৎসাহ ক্রীড়া উদ্দীপনায় নগরীর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বন্দর স্টেডিয়ামে ২৪ জানুয়ারি সকালে পোর্ট সিটি হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রায় সাত শতাধিক রানার ম্যারাথনে অংশগ্রহণ করেন। ২১ কিলোমিটারের এ ম্যারাথনটি বন্দর স্টেডিয়াম থেকে শুরু হয়ে ইসহাক–ডিপো থেকে আনন্দবাজার হয়ে আকমল আলী রোড প্রদক্ষিণ শেষে বন্দর স্টেডিয়ামে এসে শেষ হয়। এতে দেশের খ্যাতিমান দৌড়বিদরা অংশগ্রহণ করেন। হাফ ম্যারাথন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রশাসন পরিচালক মমিনুর রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন ডিসি পোর্ট মো. ফরিদুল আলম, সহকারী কাস্টমস কমিশনার মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন জহিরুল ইসলাম, পোর্ট রানার্স ফিটনেস ফর হেলথের প্রধান পৃষ্ঠপোষক আনোয়ার হোসেন মিজান, চট্টগ্রাম বন্দরের ম্যানেজার (ট্রেনিং) কুদরত ই খোদা। আয়োজক কমিটির এডমিন মঞ্জুরুল পারভেজ সুমনের সঞ্চালনায় রানারদের মাঝে ট্রফি ও মেডেল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রানার খবির উদ্দিন খান, খাইরুল ইসলাম, নাসরিন আখতার শিমু, দিনা জাহান, পোর্ট রানার ফিটনেস ফর হেলথ–এর আয়োজক কমিটির এডমিন হায়দার আলী আপন, সাইফুর রহমান স্বপন, এমদাদুল হক, মোহাম্মদ এনামুল হক, মো. নুরুল ইসলাম, আবু সৈয়দ, মিন্টু ভট্টাচার্য, মো. নিজাম উদ্দিন, মো. আব্দুল হান্নান, নজরুল ইসলাম, মো. সোহেল। হাফ ম্যারাথনে মেয়েদের মধ্যে বিজয়ী হন শ্রাবণী চৌধুরী, নার্গিস আক্তার সীমা। ছেলেদের মধ্যে বিজয়ী হন আমির হোসেন, মো. সুজন, জয়রাম বিশ্বাস। তাদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপের ট্রফি তুলে দেয়া হয়।