পোর্ট কানেক্টিং রোড থেকে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:৫০ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানাধীন বড়পুল মোড় সংলগ্ন পোর্ট কানেক্টিং রোড থেকে মো. আবদুল্লাহ আজাদ চৌধুরী (৫৪) নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আবদুল্লাহ আজাদ নগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গা ৩ নম্বর ফকিরহাট এলাকার মৃত তফাজ্জল আহাম্মদ চৌধুরীর ছেলে। তিনি বন্দর থানা শ্রমিক লীগের আইনবিষয়ক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গোপন খবরের ভিত্তিতে বন্দর থানা শ্রমিক লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সমপ্রতি সরকার বিরোধী বিভিন্ন মিছিলেও অংশ নেন। তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আজ (গতকাল) আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দুই লাখ টাকার সেগুন কাঠ উদ্ধার
পরবর্তী নিবন্ধনারীকণ্ঠের মাসিক সাহিত্য-আড্ডা