পোমরা শহীদ জিয়া নগর উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

পোমরা শহীদ জিয়া নগর উচ্চ বিদ্যালয়ে গত ৮ এপ্রিল নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদুল আলম। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ মো. ছদরুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারুল ইসলাম, এস এম এরশাদ মাহমুদ। শিক্ষিকা শারমীন আরা বেগম ও মুহাম্মদ মুহসীন মোবারকের সঞ্চালনায় বক্তব্য দেন, সহকারী প্রধান শিক্ষক জাফর উদ্দিন, শিক্ষিকা অনুভা রানী বড়ুয়া, এস এম ওসমান গণি, রাজ প্রসাদ বড়ুয়া, জেসমিন সুলতানা, মো. আবদুল হামিদ, লক্ষ্মী বড়ুয়া, জোসনা আকতার, রিয়াজুল ইসলাম, আমিরুল ইসলাম ও ফয়সাল আলম। প্রধান অতিথি বলেন, সমাজে আলোকিত মানুষ হতে হলে নিজেকে শিক্ষা অর্জনের মাধ্যমে কঠোর সাধনা করতে হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার উপকূলে ১০ হাজার কচ্ছপের বাচ্চা অবমুক্ত
পরবর্তী নিবন্ধরাজনৈতিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের গুণগত পরিবর্তন চায় জনগণ