পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

| মঙ্গলবার , ৩ জুন, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে গত ২৯ মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদুল আলম। প্রধান অতিথি ছিলেন ছদরুল আলম চৌধুরী বাবলু। প্রধান আলোচক ছিলেন এ কে এম ফজলুল কাইয়ুম চৌধুরী হেলাল। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়নের প্রাক্তন ও বর্তমান কৃতী শিক্ষার্থীরা। সঞ্চালনায় ছিলেন শিক্ষিকা শারমিন আরা মুন্নি। বক্তব্য দেন, সহকারী প্রধান শিক্ষক জাফর উদ্দিন, সিনিয়র শিক্ষক এস এম ওসমান গণি, আব্দুল হামিদ ও রাজু প্রসাদ বড়ুয়া।

প্রধান অতিথি ছদরুল আলম চৌধুরী বাবলু বলেন, উচ্চশিক্ষার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। প্রধান আলোচক এ কে এম ফজলুল কাইয়ুম চৌধুরী হেলাল স্মার্টফোন ব্যবহারে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধনোবেলসহ ১০টি আন্তর্জাতিক পুরস্কারের অর্থ করমুক্ত
পরবর্তী নিবন্ধজন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দায়িত্ব গ্রহণ